রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে : প্রাথমিক উপদেষ্টা শাল্লায় সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত। বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল কিছু কিছু রাজনৈতিক দল তারাই জানে না পিআর কী : মির্জা ফখরুল ডেভিডের রেকর্ড সেঞ্চুরি; সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা সাঘাটা থানার ভেতরে এএসআই মহসিন কে ছুরিকাঘাত, পুকুরে মিললো হামলাকারীর মরদে। ইসলামের দৃষ্টিতে প্রতিবাদ করাও ইবাদত শাল্লায় জুয়ার সরঞ্জাম সহ ৪ জুয়ারী গ্রেফতার থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত: যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

কিছু কিছু রাজনৈতিক দল তারাই জানে না পিআর কী : মির্জা ফখরুল

  • আপডেট এর সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে

রাজনীতি ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারাই জানে না, পিআর পদ্ধতি কী।

জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট খুনী হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূতি উপলক্ষ্যে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন। জিয়া পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতি একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্রে উত্তরণের জন্যে আমরা অপেক্ষা করছি।’

আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাতসহ সবকিছু নষ্ট করে দিয়েছে তারা। শুধু তাই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর কাঠামো ধ্বংস করেছে।

সংস্কারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ২০১৬ সালে ‘ভিশন টুয়েন্টি থার্টি’ ঘোষণা করেন। এখন টেলিভিশন, টক শোতে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা দিয়ে দেশের আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার সহসাই হয় না। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। আপনি চাইলেন, কালকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে? এটা মনে করার কোনো কারণ নেই। তবে এমনভাবে স্টাকচার তৈরি করতে হবে যেন পুলিশ ঘুষ না খায়। আমাদের উন্নয়নের পথে আমলাতন্ত্র একটা বড় বাধা।’

তিনি বলেন, দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই? নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাব কোথা থেকে? পার্লামেন্টে যাবে কী করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কি করে?

মির্জা ফখরুল আরো বলেন, সবার আগে আমাদের বড় দরকার সততা। এই সততা ছাড়া বিএনপি কিন্তু জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকায় যে খবর আসে এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না। এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং, অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন। তাদের সবার আগে নিজেকে সৎ হতে হবে।

আনুপাতিক হারে (পিআর) ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সাধারণ মানুষ তো বুঝেই না যে, আনুপাতিক হারে নির্বাচনটা কী? তারা (জনগণ) জানে, একজন প্রার্থী দেবে পার্টি, সেই প্রার্থীর যেই মার্কাই হোক ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা অথবা কুলা পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে, ভোট দিয়ে নির্বাচন করবে। এখন উনারা বলতে শুরু করেছেন আনুপাতিক হারে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকায় একজন নেতা চায়, প্রতিনিধি চায় তাদের কাজগুলো করার জন্য সেটা কোনো মতেই এই পদ্ধতিতে সম্ভব হবে না। আমরা এই কারণেই বলেছি যে নিম্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা চিন্তা করি না।’

জিয়া পরিষদের নেতৃবৃন্দকে প্রয়াত জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর গবেষণা করে তা জনগণের কাছে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস অসুস্থ থাকায় তার অনুপস্থিতিতে সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এই আলোচনা সভায় অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক মজিবুর রহমান হাওলাদার, আবদুল্লাহ হিল মাসুদ, খন্দকার শফিকুল হাসান, আলী নূর রহমান, এম জাহীর আলী, মনোয়ার হোসেন এনাম, রুহুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ