মহেশপুরের শ্যামকুড় সীমান্ত থেকে খুলনা-৫ আসনের সাবেক এমপি ও ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্রকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। রোববার রাতের আঁধারে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরো এক নারী ও দুই পুরুষকে আটক করা হয়েছে। রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামকুড়ের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাংলাদেশ-ভারত সীমান্তের ৬১ নম্বর পিলারের নিকট থেকে সাবেক ভূমি মন্ত্রীসহ আরো এক নারী ও দুই পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।