আলামিন আলি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি শাপলা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে কিন্ডারগার্টেন চত্বরে শাপলা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা ফাহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুনার রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক সাবির উদ্দীন,
তেলকুপি উচ্চ বিদ্যালয়ের অ:প্রধান শিক্ষক এমরান আলী, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য কাসেদ আলী, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সোনামসজিদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার আলম, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সহ আরও অনেকে।
পরে বার্ষিক ক্রীড়ার বিজয়ী, পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১ম, ২য়, এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় বক্তারা শিশুদের প্রতি মায়েদের আরো যত্নবান হওয়ার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।