মোঃ কামরুল ইসলাম টিটু :স্টাফ রিপোর্টার
বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলায় শুক্রবার (২২ আগস্ট) গভীর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনাও কমে গেছে।
ভ্যানচালক রুস্তম বলেন, “দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে যাত্রী নেই। আয় একেবারেই বন্ধ হয়ে গেছে।”
দিনমজুর আলামিন হোসেন বলেন, “রোজগার না থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি।”
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি থাকবে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।