নিজস্ব প্রতিবেদক:
উপজেলা বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে অভিযানে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি হেলেঞ্চা গ্রামের বাসিন্দা এবং আব্দুর রহমানের ছেলে। অভিযানটি চালানো হয় শনিবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত, বোনারপাড়া ও কচুয়া ইউনিয়নের সীমান্তবর্তী উল্ল্যা নদী ঘেঁষা এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ঘরের মেঝে খুঁড়ে ইয়াবাগুলো উদ্ধার করে। অভিযানের সময় আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়, আশরাফুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়। এবং তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনানুক ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের অভিযান মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।