সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন : ০১৭১২-৫২২৫৩৭, ০১৮১৭-৫৩০৯৫২।

সারাদেশে শান্তিপূর্ণভাবে চলছে পূজা উদযাপন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট এর সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪৩ বার পঠিত হয়েছে

সারাদেশে শান্তিপূর্ণভাবে চলছে  পূজা উদযাপন,আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে মুন্সীগঞ্জের  সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় পুজামন্ডপ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন পুজা উদযাপন উপলক্ষে সারাদেশে  পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছে। আগের চেয়ে এবার পুজা উদযাপনে মন্দির গুলোয় বেশি টাকা দেওয়া হয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেকটা বেগবান হয়েছে। সমস্যা থাকবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার শুরুতে পুলিশ হেড কোয়াটারের নির্দেশে থানায় নাগরিক কমিটি পুলিশের মনমত গঠন করা হয়, যা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমার খুব একটা  জানা নেই, তবে বিষয়টি আমি দেখব।

পুজা মন্ডপ পরিদর্শনকালে  সাথে ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সিরাজদিখান থানা ওসি মো. হাফিজুর রহমান খন্দকার সুমন প্রমুখ।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ