শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট এর সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫ বার পঠিত হয়েছে

বুধবার থেকে অনেক ভারতীয় পণ্যের উপর মার্কিন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। যা পূর্ববর্তী শুল্কহারের দ্বিগুণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে নয়াদিল্লিকে শাস্তি দিতে এই পদক্ষেপ নিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি।

ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য তেলকে রাজস্বের প্রধান উৎস হিসেবে ধরা হওয়ায় এই ধরনের জ্বালানি লেনদেনের জন্য ভারতের ওপর চাপ বাড়িয়েছেন ট্রাম্প। যা সংঘাতের অবসান ঘটানোর প্রচারণার অংশ। ট্রাম্পের সর্বশেষ এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক টানাপোড়েনের মুখে পড়েছে। যা নয়াদিল্লিকে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারের  জন্য নতুন করে উৎসাহ যুগিয়েছে।

জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে মিত্র ও প্রতিদ্বন্দ্বী উভয়ের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছেন।

তবে ৫০ শতাংশ শুল্কহার যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি খাত শুল্কমুক্ত রয়েছে, যেগুলো আলাদা শুল্ক আরোপের ঝুঁকিতে আছে। যেমন ঔষধ ও কম্পিউটার চিপ। স্মার্টফোনকেও এই তালিকায় রাখা হয়েছে।

ইতোমধ্যে যেসব শিল্প আলাদাভাবে শুল্কের মুখে পড়েছে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল- সেগুলো এবারকার দেশব্যাপী শুল্ক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য, যেখানে পণ্যের রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৮৭.৩ বিলিয়ন ডলার।

তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, ৫০ শতাংশ শুল্ক কার্যত একটি বাণিজ্যিক অবরোধের সমান এবং এটি ছোট শিল্পপ্রতিষ্ঠানের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

টেক্সটাইল, সামুদ্রিক খাদ্য ও গহনার রপ্তানিকারকেরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের অর্ডার বাতিলের কথা জানাচ্ছেন, যা ব্যাপক কর্মসংস্থান ক্ষতির আশঙ্কা তৈরি করছে।

নয়াদিল্লি ওয়াশিংটনের এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য এবং অযৌক্তিক বলে সমালোচনা করেছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটি এই আঘাত কমাতে চাইছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের উপর করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মোদী এর আগে স্বনির্ভরতা ও তার দেশের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বে বলেছিল যে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ঐতিহ্যবাহী সরবরাহ ইউরোপে সরানো হওয়ায় ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করেছে।

এতে উল্লেখ করা হয়েছে যে বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা জোরদার করার জন্য ওয়াশিংটন সেই সময়ে এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল।

২০২৪ সালে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৬ শতাংশ ছিল রাশিয়া। রাশিয়ার তেল কেনার ফলে ভারতের আমদানি খরচ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে। যার ফলে দেশীয় জ্বালানির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। কিন্তু বুধবারের সময়সীমার আগে ট্রাম্প প্রশাসন তার শুল্ক পরিকল্পনায় অটল ছিল।

গত সপ্তাহে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সাংবাদিকদের বলেন, ভারত যেন রক্তপাতের জন্য নিজের ভূমিকাকে স্বীকার করতে চাইছে না।

তিনি আরও বলেন, “ভারত শি জিনপিংয়ের কাছে ঘেঁষছে।”

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার এএফপিকে বলেন, ট্রাম্পের শুল্ক কাহিনীর সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর মধ্যে একটি হল ভারত কীভাবে প্রাথমিক বাণিজ্য চুক্তির জন্য একটি প্রতিশ্রুতিশীল প্রার্থী থেকে এমন একটি দেশে চলে গেছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো বাণিজ্য অংশীদারের উপর সর্বোচ্চ শুল্ক আরোপের মুখোমুখি হয়েছে।

সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা কাটলার বলেছেন যে ভারত বাণিজ্য বিষয়ে কঠোর হওয়ার ইতিহাস সত্ত্বেও সংস্কার এবং উন্মুক্তকরণ করছে। কিন্তু ট্রাম্পের তীব্র শুল্ক আরোপের ফলে এই প্রবণতাগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে।

তিনি  আরও বলেন, উচ্চ শুল্ক দ্রুত দুই দেশের মধ্যে আস্থা নষ্ট করেছে যা পুনর্গঠনে বছরের পর বছর সময় লাগতে পারে।

ট্রাম্প ওয়াশিংটন যাকে অন্যায্য বাণিজ্য অনুশীলন বলে মনে করে তা থেকে শুরু করে বাণিজ্য ভারসাম্যহীনতা পর্যন্ত সবকিছু মোকাবেলার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।

আগস্টের শুরুতে কয়েক ডজন অর্থনীতির উপর তার উচ্চ শুল্ক আরোপের পিছনে মার্কিন বাণিজ্য ঘাটতি একটি মূল যুক্তি ছিল এটি ইউরোপীয় ইউনিয়ন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অংশীদারদের উপর প্রভাব ফেলবে।

কিন্তু ৭৯ বছর বয়সী রিপাবলিকান ব্রাজিলের মতো নির্দিষ্ট দেশগুলোকেও লক্ষ্য করেছেন, যেমন দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের মামলার পর অনেক ব্রাজিলিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদিও সেখানে ব্যাপক ছাড়ও রাখা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ