আন্তর্জাতিক ডেস্কঃ
নেপালে আন্দোলনে অংশ গ্রহন করা ছাত্ররা ফিরে যাচ্ছে ক্যাম্পাসে। তারা ক্ষমা চেয়েছে ধ্বংস, আগুন ও জনজীবন বিপর্যস্ত করার জন্য। ছাত্ররা ক্ষমতার ভাগ চায়নি। অংশ নেয়নি লুটপাট, চাঁদাবাজি, মব, ভয়াবহ সন্ত্রাসী কাজে।
নতুন সরকার প্রধান সুশীলা কার্কিকে জানিয়ে দিয়েছে তাদের মনোভাব।
সব থেকে বড় কথা Gen-z রা অনুরোধ করেছিলেন কাঠমুন্ডুর তরুন মেয়র বালেন্দ্র শাহ্ কে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে তিনি বিনয়ের সাথে তা ফিরিয়ে দিলেন!
অন্য দিকে সুশীলা কার্কি ভোটের তারিখ জানিয়ে দিয়েছেন। তিনি ক্ষমতা নিয়েই ছাত্রদের ব্যবহার করে ভয়াবহ হিংসা বিদ্বেষমূলক তৎপরতায় জড়াননি। তারুণ্যেকে পাঠাননি বাড়ি বাড়ি মব তৈরি করে লুটপাটে। তিনি নিজের প্রতিষ্ঠানের কর মওকুফ , নতুন বাণিজ্য , আদম ব্যবসা, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেননি। ভোটের দিকে যাওয়ার কারণে তার এমন টার্গেটও নেই । উপদেষ্টার সংখ্যাও তিনি ছোট করেছেন ।
সুশীলা কার্কি শান্তিতে নোবেল পাননি । তিনি মানুষকে বোঝেন, মানবতা কি জানেন। মিডিয়া, মত প্রকাশের স্বাধীনতা জানেন। কথায় নয় বাস্তবে কর্ম দক্ষ একজন ব্যক্তিত্ব ।
তিনি কিভাবে অন্যদের থেকে আলাদা তা জানিয়ে দিয়েছেন। এমন ব্যক্তিত্বসম্পন্ন গুণীজন সবসময় অনুসরণীয় ।।