পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলছাত্র আসাদুজ্জামান পায়েলকে অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম রেজাউল বারী এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুজ্জামান (৩৮), ফরহাদ হোসেন (৩০) ও হাসানুল ইসলাম (৩২)। নুরুজ্জামান দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর তাতীপাড়া গ্রামের মহির উদ্দীনের ছেলে, ফরহাদ হোসেন ডাহেনাপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে ও হাসানুল ইসলাম বলরামপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এদের মধ্যে নুরুজ্জামান ও হাসানুল বর্তমানে পলাতক রয়েছেন।
জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন রাতে নিখোঁজ হয় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর তাতীপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে আসাদুজ্জামান পায়েল। নিখোঁজের চার দিন পর বিকেলে বাড়ির এক কিলোমিটার দূরের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করে পুলিশ। ওই দিনই মামলা দায়ের করেন পায়েলের বাবা সুলতান আলী। পায়েল স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।