শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ঈদে ফিরছেন ঐন্দ্রিলা

  • আপডেট এর সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪ বার পঠিত হয়েছে
অভিনয় হোক কিংবা গানে, একটা সময় নিয়মিত ছিলেন প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। সংসার, চাকরি সামলে এখন মাঝেমধ্যে পর্দায় দেখা দেন তিনি। এবারের ঈদুল ফিতরে একাধিক অনুষ্ঠান নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। তাকে অনুষ্ঠান উপস্থাপনাও করতে দেখা যাবে, আবার অতিথি হিসেবেও।

জানা গেছে, আসন্ন ঈদে গাজী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান ‘পুষ্টি ঈদের রান্না’। এটি উপস্থাপনা করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচারিত হবে। এ ছাড়া প্রায় দুই দশক পর তাকে দেখা যাবে বিটিভির ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে। উপস্থাপনার বাইরে তাকে তিনটি চ্যানেলে অতিথি হিসেবে দেখা যাবে।

ঐন্দ্রিলা আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘এবার ঈদের বেশ কিছু অনুষ্ঠান করেছি। গাজী টিভিতে প্রতিবছর ঈদেই ‘পুষ্টি ঈদের রান্না’ অনুষ্ঠানটি উপস্থাপনা করি। এবারের মজার বিষয় হচ্ছে, সাত দিন সাতটি দেশের রান্নার রেসিপি দেখানো হবে।

উপস্থাপনায় দেখা গেলেও এবার তাকে অভিনয়ে কিংবা গানে পাওয়া যাবে না বলে জানালেন তিনি। বললেন, ‘আমি তো কাজ করতেই চাই। কিন্তু সে রকম কোনো কাজ আসেনি করার মতো। তা ছাড়া গানের প্রতি তো আমার অন্য রকম এক দুর্বলতা আছে, চাই নতুন কিছু গান করতে। দেখা যাক কী হয়।’

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ