জানা গেছে, আসন্ন ঈদে গাজী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান ‘পুষ্টি ঈদের রান্না’। এটি উপস্থাপনা করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচারিত হবে। এ ছাড়া প্রায় দুই দশক পর তাকে দেখা যাবে বিটিভির ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে। উপস্থাপনার বাইরে তাকে তিনটি চ্যানেলে অতিথি হিসেবে দেখা যাবে।