শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাঁশ চাষে স্বাবলম্বী দুই হাজার পরিবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি মোংলা বন্দরে একটি প্রকল্পের কাজ সম্পন্ন, চারটি দ্রুত এগোচ্ছে প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ইতালি এটা ‘শতাব্দীর দুর্যোগ’ : টেক্সাসে ভয়াবহ বন্যা দেখে ট্রাম্প সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা নীট মুনাফা অর্জিত হয়েছে ৪১ কোটি ৬৪ লক্ষ ৮০ হাজার টাকার বেশি। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৪ রান সুন্দরবনে নিষেধাঞ্জা অমান্য করে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ২৭ জেলে আটক
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি

  • আপডেট এর সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শুধু গণিতে ৪৭ হাজার ৫৬৩ জন ও ইংরেজিতে ১৮হাজার ১৫৩ জন অকৃতকার্য হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মহা, তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ধারণা করা হচ্ছে, এবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিতের প্রশ্ন কঠিন হয়েছিল। কারণ এবারে এসএসসি প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে পাসের হার কমেছে। শুধু গণিতের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার অনেক কমে গেছে।

তার নিকট জানতে চাওয়া হয় এই শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়গুলোতে দক্ষ শিক্ষকের অভাব আছে কি-না?, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে অদক্ষ শিক্ষক বিদ্যালয়ে কর্মরত হয়ে থাকার কোনো সুযোগ নেই। যুগোপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে সকল শিক্ষকদের দক্ষ করে তোলা হয়েছে।

তিনি বলেন, কি কারণে গণিত ও ইংরেজিতে অকৃতকার্যের হার বেশি, তা আমরা অনুসন্ধান করে দেখবো। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আগামীতে বিদ্যালয় গুলো শিক্ষার মান এই অবস্থা থেকে উত্তরণ করা যাবে বলে তিনি আশা করছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮’টি জেলার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

উল্লেখ্য, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ, মানবিকে ৪৬.৫৬ শতাংশ এবং হিসাব বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ