বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬ মসজিদে নামাজের জন্য আগে গেলে পাওয়া যায় পুরস্কার স্মার্টফোনে চালু করুণ ভূমিকম্প অ্যালার্ট রাঙ্গামাটিতে আখ চাষে সফলতা পেয়েছে প্রান্তিক চাষীরা অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড রংপুরে মেলায় এক নম্বরে ডাকসু নির্বাচন সংক্রান্ত মামলা আজ আপিল বিভাগে কার্যতালিকায় রায়পুরে হিন্দু যুবক কতৃক মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ আজ থেকে শরনখোলা বলেশ্বর নদীর পাড়ে অবস্থিত রিভারভিউ পার্কে রাতে আলো জ্বলবে। জেলা বিএনপির সভাপতির অপসারণ দাবিতে  দুই গুরুপে সংঘর্ষ ও কার্যালয় ভাংচুর বালু ব্যবহার করা, হয়েছে মাটির পরিবর্তে: শরনখোলায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যকালে মঞ্চেই পড়ে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • আপডেট এর সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পঠিত হয়েছে

জাতীয় ডেস্কঃ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২৬ মিনিটে সভাপতির বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি দুই দফায় পড়ে যান। তবে পরবর্তীতে কিছুটা বিশ্রামের পর বসে থেকেই বক্তব্য সম্পন্ন করেন তিনি।

প্রথমবার তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শুরু করার পরই হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান। মঞ্চে থাকা নেতারা দ্রুত তাকে সামলে নিয়ে দাঁড় করান। কিছুক্ষণ পর আবার তিনি কথা বলা শুরু করলে দ্বিতীয়বারের মতো পড়ে যান। পরে সহকর্মীরা তাকে চেয়ারে বসিয়ে দেন এবং বিশ্রাম নিতে বলেন। কিছুটা সময় বিশ্রামের পর তিনি বসে থেকেই বক্তব্য শেষ করেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “জীবন থাকা পর্যন্ত এদেশের জন্য কাজ করে যাব।” তিনি দেশের রাজনীতিতে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না।”

জুলাই মাসে দেশের রাজনৈতিক উত্তাল পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আবেগঘন মন্তব্য করেন, “আমার দুর্ভাগ্য আমি আন্দোলনে শহীদ হতে পারি নাই। আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো এই বস্তাপচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল?” তাঁর এই বক্তব্যে রাজনৈতিক সংস্কারের প্রত্যয় প্রকাশ পায়।

 

জামায়াতের জাতীয় সমাবেশটি দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও আমিরের অসুস্থতাজনিত ঘটনার কারণে অনুষ্ঠানস্থলে একসময় উদ্বেগ ছড়িয়ে পড়ে, পরে পরিস্থিতি স্থিতিশীল হয়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ